নিউজ ডেস্ক: দেশ জুড়ে ভালোই ব্যবসা করছে ‘গদর ২’। দুই সপ্তাহের মধ্যে ৪০০ কোটির ব্যবসা করে ইতোমধ্যেই নজির তৈরি করেছে এই ছবি। বিতর্ক থাকলেও একের পর এর পালক জুড়ছে এই ছবির মুকুটে। প্রশংসিত হয়েছে সানি দেওল ও অমিশা পাটেলের অভিনয়ও। আর এই বার লোকসভায় দেখানো হবে ‘গদর ২’। গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল। তাই সেই সূত্রেই সানি-সহ অন্যান্য় বেশ কিছু সাংসদের অনুরোধেই নাকি দেখানো হচ্ছে এই ছবি। আগামী ৩ দিন ধরে নতুন সংসদ ভবনে দেখানো হবে সানির ছবি।
ভারতীয় সিনেমায় ইতিহাসে ‘গদর ২’-এর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন নির্মাতারা। নতুন সংসদ ভবনে এই প্রথম কোনও ছবি দেখানো হচ্ছে। ২৫ অগাস্ট থেকে শুরু হবে এই ছবির প্রদর্শনী। চলবে মোট তিন দিন। এই তিন দিনে মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে। নতুন সংসদ ভবনের বালযোগী অডিটোরিয়ামে এই ছবি দেখানো হবে।
এর আগে রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছিল ‘গদর ২’। মুক্তির দুইদিনের মাথায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এই ছবি দেখার ইচ্ছে প্রকাশ করেন। তাঁর ইচ্ছেতেই রাষ্ট্রপতি ভবনে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় ‘গদর ২’-এর। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী-পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। চলতি সপ্তাহেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লক্ষ্ণৌয়ে নিজ বাসভবনে এই ছবিটি দেখেন। সানি এবং অমিশা এই দিন সেখানে না থাকলেও উপস্থিত ছিলনে পরিচালক অনিল শর্মার ছেলে অভিনেতা উৎকর্ষ শর্মা ও অভিনেত্রী সিমরত কৌর।