নিউজ ডেস্ক: আর দিনকয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপ (Asia Cup 2023)। এ বারের এশিয়া কাপ যুগ্মভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজিত
হবে। প্রাথমিকভাবে পাকিস্তানে গোটা টুর্নামেন্টটি আয়োজিত হওয়ার কথা থাকলেও, ভারতীয় দল সেদেশে খেলতে রাজি হয়নি। তাই হাইব্রিড মডেলেই
আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। তবে টিম ইন্ডিয়া ম্যাচ খেলতে না গেলেও, বোর্ড সভাপতি পাকিস্তানে যেতে পারেন।
এশিয়া কাপ দেখতে আসার জন্য ভারতীয়
ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেউ আমন্ত্রণ
গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক সেই কারণে আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর
লাহোরে থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা। এমনটাই
জানা গিয়েছে পিটিআই সূত্রে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও সরকারি
ভাবে এই কথা জানানো হয়নি।
আগামী ২ সেপ্টেম্বর রজার বিনি, রাজীব শুক্লা এবং জয় শাহ ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে চলা
ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কায় থাকবেন। এই তিনজন ভারতে ফিরবেন ৩
সেপ্টেম্বর। তারপর বিসিসিআই সভাপতি এবং সহ-সভাপতি লাহোরে যাবেন।