নিউজ ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা! ভেঙে পড়ল অত্যাধুনিক মার্কিন এফ/এ ১৮ হর্নেট(F/A-18 Hornet) যুদ্ধবিমান। দুর্ঘটনায় নিহত পাইলট। উল্লেখ্য, মার্কিন নৌসেনার হর্নেট ফাইটার জেট প্রযুক্তিগত ভাবে অনেকবেশি উন্নত। সুতরাং, ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে মার্কিন ফৌজ।
ঘটনা প্রসঙ্গে একটি যৌথ বিবৃতি পেশ করেছে নৌসেনার দ্বিতীয় এয়ারক্রাফট উইং এবং উত্তর ক্যারোলিনার মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট। সেখানে বলা হয়েছে, কোনও অজ্ঞাত কারণে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার সময় বিমানে একাই ছিলেন ওই পাইলট। দুর্ঘটনার পর এলাকায় তল্লাশির পর পাইলটের মৃতদেহ উদ্ধার হয় বলে জানিয়েছে নৌসেনা।
Tags: NULL