নিউজ ডেস্ক: বুধে চন্দ্রজয়ের পর শনিতে সূর্যাভিজানে চলেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুর সফল অবতরণের রেশ কাটতে না কাটতেই ভারতের প্রথম সৌর মিশনের দিন নিশ্চিত করে জানিয়ে দিল ISRO। আগামী ২ সেপ্টেম্বর, শনিবার শ্রীহোরিকোটা থেকে সূর্যের উদ্দেশে পাঠানো হবে আদিত্য-এল১ কে। PSLV রকেটের মাধ্যমে পাঠানো হবে এই যানকে। চন্দ্রযান-৩ সফল হওয়ার আগেই এই বিরাট মিশনটি নিয়ে জানিয়ে দিয়েছিল ইসরো।
উল্লেখ্য, ৪ মাসেরও বেশি সময় ধরে ১৫ লক্ষ কিলোমিটার যাত্রা করবে Aditya-L-1। সূর্যের Halo Orbit এ মোতায়েন করা হবে আদিত্যকে। সূত্রের খবর এই মহাকাশযানে ৭ টি পেলোড দিয়ে সূর্যের বিভিন্ন এলাকায় চালানো হবে পরীক্ষা-নিরীক্ষা। মূলত, সূর্যের জলবায়ু, সৌর ঝড়, সৌর শিখা সম্পর্কিত বিশদ তথ্য আহরণই এই মিশনের লক্ষ্য। ISRO দাবি করেছে, মিশন সফল হলে মহাকাশের আরও বহু অজানা রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
সূত্রের খবর, ৩৭৯ কোটি টাকা বাজেটের এই মিশন উৎক্ষেপণের জন্য ইতিমধ্যেই তৈরি রয়েছে সতীশ ধবন স্পেস সেন্টারে। বিজ্ঞানীরা সূর্যযান বলেও অভিহিত করছেন এই মিশনকে। এইন ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হবে সূর্যের। চাঁদের দক্ষিণ প্রান্ত জয়ের পর ভারতের পাশাপাশি গোটা বিশ্বের নজর এখন ভারতের প্রথম সূর্য মিশনের দিকে।