নিউজ ডেস্ক: অতিরিক্ত বর্ষা ও নদীর জল শহরে ঢুকে পড়ায় জলপাইগুড়ির
১ ও ২৫ নম্বর ওয়ার্ডের নিচু মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকা প্লাবিত
হয়েছে। বাসিন্দাদের ঘুরে ধুকে পড়েছে নোংরা জল। কার্যত বন্যার মত পরিস্থিতি।
ফলে রাস্তা আর ফ্লাড
শেল্টারেই রাত কাটল জলপাইগুড়ির করলা নদীর তীরবর্তী এলাকার
বাসিন্দাদের। জল বাড়ায় উদ্বেগ বাড়ছে জলপাইগুড়ির তিস্তা পারের
বাসিন্দাদের। বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি
করেছে সেচ দফতর।
Tags: NULL