নিউজ ডেস্ক: সোনারপুরে
১০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগ, পাওয়া যাচ্ছে না লক্ষ্মীর
ভাণ্ডারের টাকাও। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এবার সোনারপুরে
সমবায় দুর্নীতির অভিযোগ। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি
লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শনিবার
বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের
বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি।
আদালতের দ্বারস্থ
হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি
জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায়
কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব না মেলায় গত ফেব্রুয়ারি মাসে গন্ডগোলের
বিষয়টি নজরে আসে। স্থানীয় বাসিন্দারা বলেন, “বিডিও এসডিও ও পুলিশকে বিষয়টি জানানো
হয়েছে। এখনও কেউ এগিয়ে আসে নি। এভাবে সাধারণ মানুষের কষ্ট করে অর্জিত টাকা লুঠ করে
একদল সুবিধাভোগী মানুষ পালিয়ে যাবে এটা হতে পারে না। গ্রামের মানুষ রক্ত জল করে টাকা
রেখেছিল। এখন নিজের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না”।