নিউজ ডেস্ক:
পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের শংকরপুরের মাঝিপাড়া এলাকার একটি পুকুর থেকে উদ্ধার
হল ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃতদেহ। শুক্রবার থেকে নিখোঁজ ছিল পিযূষ রাউত নামে ওই স্কুল ছাত্র। অন্ডালের বহুলা এলাকার
বাসিন্দা পিযুষ উখরা আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। শুক্রবার স্কুল
ছুটির সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন।
অন্ডাল থানায় নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়। পুলিশও সময় নষ্ট না করে খোঁজ খবর
নেওয়া শুরু করে।
পিযূষ স্কুল না গিয়ে তার এক বন্ধুর সাথে স্নান করতে যায় বলে পুলিশ জানতে
পারলে তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুকুরে খুঁজে পায় পিযূষের নিথর দেহ। মৃত্যুর কারণ জানতে ঘটনা খতিয়ে দেখে
পুলিশ তদন্ত শুরু করেছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা
হাসপাতালে।
স্কুল সূত্রে জানা গেছে পিযুষ শুক্রবার স্কুলে
অনুপস্থিত ছিল। তবে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যেই বেরিয়েছিল বলে জানা গেছে।
শংকরপুর এলাকায় একটি সিসি ক্যামেরার ফুটেজে স্কুল পোষাকে পিযুষকে এক বন্ধুর সঙ্গে
দেখা গেছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।