নিউজ ডেস্ক: শ্রাবণে
শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে নদীয়ার কৃষ্ণনগর গোলাপট্টি বারোয়ারির মহিষমর্দিনী
পুজো শুরু হলো। কথিত আছে প্রায় ৩৫০ বছর আগে সেই সময় কৃষ্ণনগর গোলাপট্টি এলাকায়
ব্যবসায়ীরা জলপথে জিনিসপত্র নিয়ে এসে ওই জায়গায় মজুদ করে রাখতেন। সেই থেকেই ওই
জায়গার নাম হয় গোলাপট্টি। হঠাৎ
করেই জলদস্যুর উৎপাতে নাজেহাল হন
ব্যবসাদারেরা। জলদস্যুর অতর্কিত এসে হামলা করে জিনিসপত্র লুঠ করে নিয়ে চলে যেতো।
এই ঘটনায় ব্যবসায়ীরা
ভেঙে পড়েন। তারা স্বপ্নাদেশ পান শ্রাবণের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে দেবী
মহিষমর্দিনীর পুজো করার। এরপরই শুরু হয় এই পুজো।
দুর্গাপূজোর মতন সব রীতিনীতি পালন করা হলেও তিথি অনুযায়ী একদিন পিছিয়ে
করা হয় এই পুজো। অষ্টমী তিথিতে করা হয় মায়ের সপ্তমীর পুজো, নবমী তিথিতে করা হয় অষ্টমীর, দশমী তিথিতে করা হয়
নবমীর পুজো এবং একাদশীতে করা হয় দেবীর দশমীর পুজো। সেই থেকে আজও পরম্পরা ও
নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়ে আসছে গোলাপট্টিতে।