নিউজ ডেস্ক: মুষলধারার বৃষ্টি, হড়পা বান, ভূমিধসে বিধ্বস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। তবে দক্ষিণ প্রান্তে সম্পূর্ণ উল্টো ছবি। প্রবল গরমে নাজেহাল দেশের উপকূলীয় রাজ্য কেরল। পরিস্থিতি এতটাই খারাপ যে রাজ্যের ১৪টি জেলায় তাপপ্রবাহ এবং খড়ার সতর্কতা জারি করেছে কেরল বিপর্যয় মোকাবিলা অথরিটি(KDMA)।
প্রশাসনিক সূত্রের খবর, বর্ষার মরশুমেও রাজ্যে ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতির বিচারে সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরমার্শ দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। সেইসঙ্গে, জল সংকট মেটাতে অল্প হলেও বৃষ্টির জল নষ্ট না করে তা ধরে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। এছাড়া ডিহাইড্রেশন থেকে বাঁচতে অ্যালকোহল, কফি, চা এবং কার্বোনেটেড নরম পানীয় খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন।
মৌসম ভবন সূত্র খবর, তিরুবনন্তপুরম, কোলামে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩-৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, আলাপ্পুঝা, কোট্টায়ম এবং পালাক্কড়ে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এর্নাকুলাম, ত্রিশূর, মালাপ্পুরম এবং কোঝিকোড়ে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস।
গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আদ্রতা। ফলে ৩৭ ডিগ্রিতেও ৪০ ডিগ্রি অনুভব হচ্ছে তাপমাত্রা। তবে সেপ্টেম্বরের শুরুতে রাজ্যের বেশকিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।