নিউজ ডেস্ক: চন্দ্রযানের দক্ষিণ মেরু বিজয় চোখের বালি হয়ে উঠল একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে! ২০০ বছর প্রভুত্ব করা দেশের এই সাফল্য সহ্য করতে অপারগ ব্রিটিশ সংবাদ মাধ্যমের একাংশ। নাসা- সহ একাধিক দেশ বিভিন্নভাবে সাহায্য করেছে ভারতের চন্দ্রযান মিশনকে। সেই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জ্ঞান ধেয়ে এসেছিল ব্রিটিশ মিডিয়া জগতের তরফে। এবার আক্রমণের ঝাঁঝ বাড়াতে আরও এক কদম এগিয়ে ভারতকে দেওয়া ব্রিটেনের সব অনুদান ফেরত চেয়ে বসলেন ব্রিটিশ সাংবাদিক প্যাট্রিক ক্রিস্টিস।
সংবাদ পরিবেশনকালে প্যাট্রিক ভারতের চন্দ্রযান মিশনকে শুভেচ্ছা জানানোর পর বলেন, ভারত এত উন্নতি করেছে। তাই জানতে চাই ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত যে ২৩০ কোটি টাকা অনুদান দিয়েছিল ব্রিটেন, সেটা কবে ফেরত দিচ্ছে ভারত?’ তাঁর খোঁচা, চলতি বছরেও ভারতকে মোটা অঙ্কের অনুদান পাঠাবে ব্রিটেন। তাই যে দেশ মহাকাশ গবেষণায় মিশন পাঠাতে সক্ষম, সেই দেশকে আর্থিক সাহায্য করা যুক্তিযুক্ত নয়।
ব্রিটিশ সাংবাদিকের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রতিবাদ করে ওঠেন ভারতীয় নেটিজেনরা। কেউ কেউ দাবি করেন, আগে ভারতে NGO চালানো বন্ধ করুক ব্রিটেন। আবার কেউ বলেন, ২০০ বছর ধরে ৪৫ লক্ষ কোটি ডলার লুঠ করে নিয়ে গেছে ইংল্যান্ড। ২৩০ কোটি টাকা সুদসমেত কেটে বাকিটা ফেরত দেওয়া উচিত তাহলে তাদের। অনেকে আবার শুধু ইংল্যান্ডে নিয়ে যাওয়া ভারতের কোহিনূর ফেরত চেয়ে কটাক্ষ করেন প্যাট্রিককে। উল্লেখ্য, ২০০ বছরে ব্রিটেন যে পরিমাণ অর্থ ভারত থেকে লুঠ করে, তা বর্তমান ব্রিটেনের GDP-র প্রায় ১৫ গুণ!