নিউজ ডেস্ক: একটু
বৃষ্টিতেই ভয়াবহ ধস নামল পি ডব্লিউডির তৈরি নবনির্মিত রাস্তায়। এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয়েছে। গ্রামবাসীদের দাবি, নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা
তৈরি করায় এই ভয়াবহ পরিস্থিতি। ঘটনাটি শনিবার নদীয়ার কৃষ্ণগঞ্জের।
গ্রামবাসীদের অভিযোগ, মাত্র কুড়ি দিন আগে তৈরি হয় রাস্তাটি। আর অল্প
বৃষ্টিতেই ভয়াবহ ধস নেমেছে রাস্তায়। প্রথমে একটু ফাটল দেখা
দেয়। শনিবার সকালে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, ধস নামে রাস্তার বেশিরভাগ অংশ। স্থানীয়দের আরও দাবি, এই রাস্তাটি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে
যাওয়ার একমাত্র রাস্তা, যার আগে একটি ব্রিজ পড়ে। ব্রিজের
১০০ মিটার আগেই ঘটে গেল এই ভয়ানক ঘটনা।
২০১৮ সালের ১৩ই
ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিব নিবাস যাওয়ার ওই ব্রিজের ভার্চুয়ালি
শুভ উদ্বোধন করেন। কিন্তু পি ডব্লিউ ডির উদ্যোগে
রাস্তাটি নতুন করে তৈরি করা হয়। অভিযোগ নিম্নমানের জিনিস
দিয়ে তৈরি করা হয়েছে রাস্তাটি। এত তাড়াতাড়ি ধস নামে যাওয়ায়
চিন্তিত প্রশাসন। ব্রিজের ওঠার একমাত্র রাস্তার ধস নামায় আতঙ্কে
এলাকার মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে যান চলাচল। গ্রামবাসীদের
দাবি, অবিলম্বে রাস্তাটি ঠিক করার ব্যবস্থা নেওয়া হোক।
না হলে শিবনিবাসে আসার দর্শনার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা ভোগান্তিতে
পড়বে। পাশাপাশি ভোগান্তির শেষ থাকবে না কৃষ্ণগঞ্জের
মানুষের।