নিউজ ডেস্ক: চলে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় গীতিকার দেব কোহলি। নব্বইয়ের দশকে মনে সাড়া জাগানো গানগুলির স্রষ্ঠা ছিলেন তিনি। জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণেই জীবনাবসান হয় এই বর্ষীয়ান গীতিকারের। মৃত্যুর সময় বয়স হয়েছিল একাশি বছর। বর্ষীয়ান এই গীতিকারের পরিবারের তরফে জানানো হয়েছে যে মুম্বইয়ের কোকিলা বেন আম্বানি হাসপাতালে বিগত কয়েক মাস যাবত ভরতি ছিলেন তিনি। শনিবার সকালের দিকেই ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর।
নব্বই ও ২০০০ সালের দশকে বলিউডের বিভিন্ন হিট ছবির গান লিখেছিলেন তিনি। কাজ করেছিলেন তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, মাধুরী দিক্ষীত, গোবিন্দা, জুহি চাওলা, সঞ্জয় দত্ত, হৃতিক রোশনও। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম হল বাজিগর সিনেমার ‘ইয়ে কালি কালি আঁখে’, হাম আপকে হে কৌন ছবির ‘দিদি তেরা দেবর দিওয়ানা’, ‘মুঝসে জুদা হোকর’, ‘কবুতর যা যা যা’, ‘আজা শাম হোনে কো আয়ি’, ‘উঁচি হ্যায় বিল্ডিং’, ‘চলতি হ্যায় ক্যা ৯ সে ১২’ ইত্যাদি।
১৯৪২ সালে তৎকালীন অবিভক্ত ভারতের তথা অধুনা পাকিস্থানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। স্বাধীনতার পরে দেশভাগের সময় দেরাদুনে এসে থাকতে শুরু করে তাঁর পরিবার। মাত্র ২২ বছর বয়সে মুম্বইয়ে আসেন তিনি। বলিউডে কাজ শুরু করেন ১৯৬৯ সালে। শুরুর দিকে গীতিকার হিসেবে তেমন সাফল্য না পেলেও ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবির গান লিখে নজরে আসেন তিনি। এর পরে একে একে দিতে থাকেন একাধিক হিট গান। এর মধ্য়ে বাজিগর ছবির ‘ইয়ে কালি কালি আঁখে’ এখনও সমান ভাবে জনপ্রিয়।
মুম্বইয়ের লোখন্ডওয়ালায় দীর্ঘদিনের বাসিন্দা ছিলেন তিনি। লোখন্ডওয়ালার জুপিটার অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। সেখানেই তাঁর অন্তিম দর্শনের আয়োজন করেছিলেন তাঁর পরিবার। শনিবার সন্ধ্যে ছটার সময় ওশিয়ারায় গীতিকারের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রায় সব প্রজন্মের সুরকারদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘মুসাফির’ এমনকি কয়েক বছর আগে মুক্তি পাওয়া ছবি ‘জুড়ওয়া ২’-এর জন্যেও গান লিখেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তবদ্ধ গোটা বলিউড।