নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন টাইটেল স্পনসর হচ্ছে আইডিএফসি ফার্স্ট(IDFS Fast Bank) ব্যাংক। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(BCCI)। বেসরকারি এই ব্যাংকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বোর্ড।
জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এবং বেসরকারি এই ব্যাংকের মধ্যে কার্যকর হবে এই চুক্তি। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই(ODI) খেলতে নামবে ভারত। ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই প্রস্তুতির শেষ ধাপ।
তিন বছরের চুক্তিতে আন্তর্জাতিক এবং দেশের ম্যাচগুলি নিয়ে মোট ৫৬টি ম্যাচে ভারতীয় দলের টাইটেল স্পনসরে থাকবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। চুক্তি অনুযায়ী, ম্যাচপিছু ৪.২ কোটি টাকা পাবে বিসিসিআই। সব মিলিয়ে বোর্ড পাবে ২৩৫ কোটি টাকা। ইতিমধ্যেই চুক্তির সমস্ত নথিপত্রের কাজ শেষও হয়ে গিয়েছে বলে জানিয়েছে বোর্ড।
২০১৯ সালে লার্নিং অ্যাপ বাইজু(Byju)এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২২ সালে শেষ হওয়ার পর আরও একবছর বাড়ানো হয় চুক্তির বৈধতা। তারপর থেকে স্পনসরহীন ভারতীয় ক্রিকেট। নতুন স্পনসরের জন্যে জুন মাসে বিজ্ঞপ্তি দেয় বোর্ড। বলা হয়, কোনও মদ বা তামাকের সংস্থা কিংবা বেটিং সংস্থা স্পনসর হতে পারবে না। সেই সমস্ত শর্ত মেনে অবশেষে ভারতীয় জার্সিতে জায়গা করে নিল আইডিএফসি ব্যাংক।