নিউজ ডেস্ক: যাদবপুরে র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে
তোলার আশু লক্ষ্যে যাদবপুরের ক্যাম্পাসে আসতে চলেছে ইসরোর একটি
প্রতিনিধি দল। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস দু’দিন আগেই ইসরোর চেয়ারম্যানের
সঙ্গে কথা বলেছেন। র্যাগিং নির্মূল করতে ইসরোর থেকে প্রযুক্তিগত সাহায্য নেওয়ার
চিন্তাভাবনা চলছে। রাজ্যপাল এই নিয়ে ইসরোর সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন যাদবপুর
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে। শুক্রবার ইসরোর সঙ্গে বৈঠকও করেছেন
উপাচার্য। সেখানে প্রযুক্তিগত বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে
তাঁদের।
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য বুদ্ধদেব সাউ জানালেন, আগামী দিনে ইসরোর
একটি টিম যাদবপুরে আসবে। যাদবপুর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা
বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই সেই কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন
যাদবপুরের উপাচার্য। আপাতত হস্টেলের গেটে ও মেন গেটে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা
ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময়েই উপাচার্য জানালেন, ইসরোর টিমের এখানে আসার কথা। ইসরোর টিম বিশ্ববিদ্যালয়ের
নজরদারি ও নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখবেন এবং যদি আরও কিছু
প্রযুক্তিগত সুবিধার প্রয়োজন হয়, সেই বিষয়ে পরামর্শ
দেবে ইসরোর টিম।