নিউজ ডেস্ক: বাঙালির সাহিত্য জগতে ফেলু মিত্তির আর ব্যোমকেশ বক্সী বাদ দিয়ে আর যদি পছন্দের কোনো গোয়েন্দা থাকেন, তিনি আর কেউ নন কিরীটি রায়। সিনেমা জগতেও ফেলুদা আর ব্যোমকেশকে নিয়ে ছবির ছড়াছড়ি। একের পর এক তাবড় তাবড় অভিনেতারা ফেলুদা ও ব্যোমকেশের জুতোয় পা গলিয়েছেন। তবে এইবার ফেলুদা আর ব্যোমকেশকে সাময়িক অব্যহতি দিয়ে বড় পর্দায় আসতে চলেছেন কিরীটী। কানাঘুষোয় শোনা যাচ্ছে, লেখক নীহাররঞ্জন গুপ্তর সৃষ্ট গোয়েন্দা কিরীটীর রূপে দেখা যেতে চলেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে।
যদিও টলিউডে কিরীটীর এটা প্রথমবার নয়। এর আগে আরো দুবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। সেই চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। কিন্তু গত বছরেই ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। আর তাই নতুন কিরীটীর খোঁজ শুরু করেছিল নির্মাতারা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল নীলাচলে কিরীটী। প্রযোজনা করেছিল ক্যামেলিয়া প্রোডাকশন। পরিচালনা করেছিলেন অনিন্দ্য বিকাশ। এবারও কিরীটীর নতুন ছবি আনতে চলেছে ক্যামেলিয়া। আর তাই নতুন কিরীটী রূপে ভাবা হয়েছে বিক্রম চট্টোপাধ্যায়কে।
সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কি অভিনীত ছবি ‘শহরের উষ্ণতম দিনে’। এর পর থেকেই একের পর এক ছবিতে সাইন করেন অভিনেতা। অন্যদিকে ধীরে সুস্থে কাজ করতে বিশ্বাসী শোলাঙ্কি। নিজের পোষ্যকে নিয়ে আরব সাগরের তীরে বেড়াতে গিয়েছেন তিনি। যদিও এই ছবির পরিচালকের আসনে কে থাকবে তা এখনো জানা যায়নি। ক্যামেলিয়া প্রোডাকশনের তিনটি ছবি এবং দুটি ওয়েব সিরিজের কাজের জন্য প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে। ফলে এখনও পর্যন্ত কোনো চুক্তিতে সাক্ষর হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে ক্যামেলিয়ার আসন্ন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-তে ছবি সিরিজগুলি দেখা যাবে।