নিউজ ডেস্ক: আরও একটি বন্দে ভারত পাচ্ছে নাকি পশ্চিমবঙ্গ? একটি রিপোর্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে সংশয়। না, আরও একটি বন্দে ভারতের কোনও ঘোষণা করা হয়নি রেল মন্ত্রক সূত্রে। তবে সম্প্রতি রেল সূত্রে একটি বন্দে ভারত চালানোর কথা জানা যাচ্ছে, যেটি চলবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। সূত্রের খবর, টাটানগর থেকে বেনারস পর্যন্ত চলবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেনই পশ্চিমবঙ্গের উপর দিয়ে চালানর কথা চিন্তাভাবনা করা হয়েছে।
জানা যাচ্ছে, টাটা, পুরুলিয়া, মুরি, লোহারডাঙা, ডালটনগঞ্জ, সাসারাম, ভাবুয়া রোড, দীনদয়াল উপাধ্যায় জংশন এবং বেনারস স্টেশন রুটে চালানো হতে পারে টাটানগর-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসকে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি রেল। তবে হাওড়া-পাটনা বন্দে ভারতের ট্রায়াল চলছে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, এই মুহূর্তে ৩ টে বন্দে ভারত চলছে পশ্চিমবঙ্গে– একটি হাওড়া-পুরী বন্দে ভারত, একটি নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং আর একটি হাওড়া-নিউ জলপাইগুড়ি। হাওড়া-পাটনার ট্রায়াল সফল হলে চতুর্থ বন্দে ভারতটি পেতে চলেছে বাংলা। এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল স্থগিত করে দেওয়া হয় হাওড়া-নিউজ জলপাইগুড়ি বন্দে ভারত। বন্দে ভারতের পরিবর্তে যাত্রীদের একই রুটে নিয়ে চলে যুবা এক্সপ্রেস। এই নিয়ে যাত্রীদের মধ্যে দেখা গিয়েছিল তুমুল প্রতিবাদ। তাই বন্দে ভারতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তার সঠিক ও দ্রুত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিয়েও ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছে রেল।