নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম
জেলা জুড়ে শতাধিক হাতির তাণ্ডব। হাতির হানায় ধান ও সবজি
চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সকাল
থেকেই হাতির দল তাণ্ডব শুরু করেছে ঝাড়গ্রাম জেলা জুড়ে, যার
ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম ব্লকের
আঁধারিশোল এলাকায় ৬০ থেকে ৭০ টি হাতি ধান চাষের জমিতে গিয়ে তান্ডব চালিয়ে
প্রায় ১০ বিঘার ও বেশি জমির ধান চাষ নষ্ট করে দিয়েছে। ওই গ্রামের বাসিন্দা
শক্তিপদ পাতর ও বুবাই পাতরএর দশ বিঘা জমির ধান নষ্ট করে
দিয়েছে বলে গ্রামবাসীরা জানান। সেই সঙ্গে হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে
ঘরবাড়ি ভাঙচুর করছে ও সবজি চাষের জমিতে
গিয়েও তান্ডব চালাচ্ছে । এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া, বেনিপুর, জারুলিয়া,
লোধাশুলি,বালিভাষা, গোবিন্দপুর,
মানিকপাড়া সহ বিভিন্ন এলাকায় মাঠে গিয়ে ব্যাপক তাণ্ডব শুরু করেছে
হাতির দল।
শুধু ঝাড়গ্রাম ব্লক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে
শতাধিক হাতির দল। হাতির দল কখনো রাস্তার উপর
দাপিয়ে বেড়াচ্ছে, কখনও
আবার মাঠে গিয়ে চাষের জমিতে তান্ডব চালাচ্ছে। যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রেও
সমস্যা দেখা দিয়েছে। রাস্তা ঘিরে হাতির দল দাঁড়িয়ে থাকায় সমস্যায় পড়েছেন
গ্রামবাসীরা। ঝাড়গ্রাম ব্লকের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার
জামবনি, নয়াগ্রাম সহ বিভিন্ন ব্লকে খাবারের সন্ধানে
লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, মাঠে গিয়ে সদ্য রোপন করা আমন
ধানের চাষ নষ্ট করে দিচ্ছে। যার ফলে প্রচুর ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন এলাকার
বাসিন্দারা। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দপ্তরের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে
হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে সকলকে
সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় যাতায়াত করার সময় সতর্ক হয়ে
যাতায়াত করতে বলা হয়েছে। এছাড়াও সন্ধে ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জঙ্গল
এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। জঙ্গলে ছাতু কুড়াতে যেতেও
নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও যেভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির দল তান্ডব শুরু
করেছে তাতে প্রচুর ফসলের ক্ষতির আশঙ্কা করছেন
ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।