নিউজ ডেস্ক: সপ্তাহান্তে ফের কমবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে রয়েছে হালকা থেকে
মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের কমবে বৃষ্টিপাত।
মরশুমের শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত
হয়নি দক্ষিণবঙ্গে। বর্ষার বিলম্ব প্রবেশ থেকে শুরু করে কোনও সিস্টেম তৈরি না হওয়া, একাধিক কারণে চলতি মরশুমে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কম
বৃষ্টিপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবারও কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। এদিন
বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা
থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কমেছিল অনেকটাই। শুক্রবার শহরের সর্বোচ্চ
তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের
থেকে পাঁচ ডিগ্রি কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে
জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯০ শতাংশ।
রবিবার থেকে উত্তরবঙ্গে কমতে পারে
বৃষ্টিপাত। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার
উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী
বৃষ্টি হতে পারে।