নিউজ ডেস্ক: বাংলা সিনেমা জগতের স্বর্ণযুগে অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমার রুপোলি পর্দায় তাঁর অভিনয় ভোলা দায়। শনিবার ২৬ অগাস্ট তাঁর জন্মদিন। ১০১তম জন্ম বার্ষিকীতে এবার তাঁকে নিয়ে তৈরি হওয়া নতুন ছবির পোস্টার সামনে এলো। ছবির নাম ‘যমালয়ে জীবন্ত ভানু। এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তবে এই ছবি মুক্তির তারিখ এখনও পর্যন্ত জানাননি নির্মাতারা। যদিও ছবিটি নিয়ে নির্মাতা থেকে শুরু করে সাধারণ বাঙালি দর্শক ও অনুরাগীমহল সকলেই খুব উৎসাহিত।
ভানু বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অভিনেতাই নয়, আপামর বাঙালির আবেগও। তাঁর অভিনীত ছবি ‘আশিতে আসিও না’, ‘পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট’, ‘ভানু গোয়েন্দা’, ‘জহর এ্যাসিস্ট্যান্ট’, ‘ভানু পেল লটারি’, ‘গল্প হলেও সত্যি’, ‘অদৃশ্য মানুষ’, ‘হসপিটাল’ ইত্যাদি। বিভিন্ন স্বাদের ছবিতে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে। নতুন ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন সায়ন্তন ঘোষাল। ভানু বন্দ্যোপাধ্যায়ের রূপে শাশ্বতকে সাজিয়েছেন রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু। মেকআপে প্রস্থিটিকেরও ব্যবহার করা হয়েছে।
ছবিতে চমক কি থাকবে তা পুরোপুরি খোলসা না করলেও ছবির পরিচালক সায়ন্তন জানান, ভানু বন্দ্যোপাধ্যায়ের ফ্যান আপামর বাঙালি। তাই বাঙালির আবেগকে ছুঁয়ে ছবিটা তৈরি হবে। ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবিটার রেশ পাওয়া যাবে এতে। সেই সঙ্গে থাকবে নানা গল্পের রেফারেন্স। ছবিটা ফ্যান্টাসি-কমেডি জনারেরই হবে। আসলে ছবিটা অভিনেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য। পোস্টারে স্পষ্ট শীতের ছুটিতেই আসতে চলেছে ছবিটি।