নিউজ ডেস্ক: উপত্যকায় বড় সাফল্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর। কুপওয়ারা থেকে গ্রেফতার লস্কর-ই-তোইবার ৩ সক্রিয় সদস্য। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটা হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে বলেও খবর।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার কুপওয়ারায় দুটি পৃথক জায়গায় তল্লাশি অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথবাহিনী। এলাকায় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে লস্করের জঙ্গিরা। সেই সময় তাদের গ্রেফতার করে জওয়ানরা।
সেনার প্রাথমিক তদন্তানুসারে, পাক অধিকৃত কাশ্মীরের লস্কর কমান্ডার গুলাম রাসুল ওরফে রাফিয়া রাসুলের নির্দেশে সাতমুকাম গ্রামের কয়েকজন স্থানীয়র উপর হামলার পরিকল্পনা ছিল জুবেইর আহমেদ শাহ পীরজাদা এবং পীরজাদা মুবাশির ইউসুফ নামে দুই জঙ্গির। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এলাকায় প্রচারের কাজ করত তারা। সেকারণে জঙ্গি নিশানায় আসে ওই স্থানীয়রা। যদিও জঙ্গিদের পরিকল্পনা ব্যর্থ হয় গিয়েছে।
Tags: NULL