নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ এর সাফল্যে ইতিমধ্যেই দেশজুড়ে খুশির পরব। এই প্রথম
চাঁদের কুমেরুতে পা রাখল ভারত। প্রজ্ঞান এবং বিক্রমের সাফল্য নিয়েই গত কয়েক দিন ধরেই
আলোচনায় সরগরম ভারত। এরই মধ্যে আরেক খুশির খবর। বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা
জিতে ভারতের গর্ব আরো বাড়িয়ে দিলেন নীরজ চোপড়া। গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুপো নিয়ে ফিরেছিলেন। এ বার সোনার পদক। নীরজ
মানেই যেন নজির। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম অলিম্পিক
সোনাজয়ী নীরজ। টোকিওয় সেই নজির গড়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রথম সোনা বিঁধল
তাঁর বর্শাতেই। নীরজ এখন নয়নের মণি।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন
ফাইনালের যোগ্যতা অর্জন করেন ভারতের তিনজন। সুপারস্টার নীরজ চোপড়া ছাড়াও ছিলেন
কিশোর জেনা, ডিপি মনু। ৮৮.১৭ মিটার ছুঁড়ে সোনা
নিশ্চিত করেন নীরজ চোপড়া। ভারতের বাকি দুই জ্যাভলিন থ্রোয়ার কিশোর (৮৪.৭৭মিটার), মনু (৮৪.১৪ মিটার) পাঁচ ও ছয়ে শেষ করেন। ২৫ বছরের নীরজ
চোপড়া দ্বিতীয় প্রচেষ্টাতেই সেরা থ্রো করেন। শুরুটা হয়েছিল ফাউলে। দ্বিতীয় থ্রোয়ে
৮৪.১৭ মিটার। সোনা জয়ের জন্য এটিই যথেষ্ট হয়ে দাঁড়ায়।
ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে
অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের নজির গড়েন নীরজ। বিশ্ব
চ্যাম্পিয়নশিপে অ্যাথলেটিক্সে নীরজের আগে পদক জয়ের নজির ছিল লং জাম্পার অঞ্জু ববি
জর্জের। ২০০৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২২ সালে রুপো জিতে সেই
রেকর্ডে ভাগ বসান। এ বার সোনা জিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনন্য নজির নীরজের।