নিউজ ডেস্ক: চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে চন্দ্রযান ৩। ল্যান্ডার
বিক্রমের সফল অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে গিয়েছে রোভার প্রজ্ঞান। এবার
চাঁদের অদেখা অঞ্চল সম্পর্কে কী তথ্য মেলে সেদিকেই চোখ সকলের। এর মধ্যেই অল
ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ দাবি করলেন, চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। এই ধরনের অদ্ভুত
দাবি তাঁকে আগেও করতে দেখা গিয়েছে।
ঠিক কী দাবি চক্রপাণি মহারাজের? তাঁর কথায়, ‘সংসদে চাঁদকে
হিন্দু সনাতন রাষ্ট্র বলে ঘোষণা করা হোক। চন্দ্রযান ৩-এর অবতরণের স্থান ‘শিবশক্তি
পয়েন্ট’কে সেই দেশের রাজধানী রূপে গড়া হোক।’
অন্য ধর্মের তরফে এই ধরনের দাবি করার আগেই সংসদে এই সংক্রান্ত বিল পাশ করানোর আরজি
মহারাজের।
তিনি আরও বলেন, ‘শিবশক্তি পয়েন্টকে
আমি শিবশক্তি ধাম হিসেবেই দেখছি। হিন্দু মহাসভা এবং সন্ত মহাসভার তরফ থেকে এই
মর্মে আমরা সরকারের কাছে একটি চিঠিও লিখছি। যত দ্রুত সম্ভব চাঁদকে হিন্দুরাষ্ট্র
ঘোষণা করা হোক। আর শিবশক্তি পয়েন্ট হোক তার রাজধানী। আমার আরও একটি প্রস্তাব আছে।
চাঁদে যাতায়াত শুরু হলেই ওই শিবশক্তি পয়েন্টে আমি ভগবান শিব, মা পার্বতী এবং ভগবান গণেশের একটি মন্দির তৈরি করব।‘