নিউজ ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরু থেকে বিশ্বকে প্রথম আবিষ্কার সম্পর্কে জানালো প্রজ্ঞান। চাঁদের তাপমাত্রা নিয়ে বড় খোঁজ দিল চন্দ্রযান। বিক্রমের পেলোড তথ্য অনুযায়ী, চাঁদের মাটির গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস মতো হয়। আর চন্দ্রপৃষ্ঠের গভীরে গেলে কমতে থাকে তাপমাত্রা। আর এই তাপমাত্রার তারতম্য দেখা যায় অনেকটা। মাটির নীচে ৮০ সেন্টিমিটার গভীরতায় তাপমাত্রা হ্রাস পেতে পারে ১০ ডিগ্রি পর্যন্ত। এটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, চাঁদের পৃষ্ঠ তাপ ধরে রাখতে সক্ষম নয়।
জনৈক বিজ্ঞানীর কথায়, পৃথিবীতে এই তাপমাত্রার তারতম্যের সঙ্গে চাঁদে প্রাপ্ত তারতম্যে আকাশপাতাল পার্থক্য। যখন আমরা পৃথিবীর অভ্যন্তরে দুই থেকে তিন সেন্টিমিটার গভীরে যাই, তখন তাপমাত্রার ফারাক হয় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। চাঁদের ক্ষেত্রে এই তারতম্য অনেকটাই। উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রার তারতম্যের যে হদিশ চন্দ্রযান পেয়েছে তা বেশ আশ্চর্জনক। ৭০ ডিগ্রি থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে এই অংশে।
অন্যদিকে, ISRO-র বৈজ্ঞানিক বিএইচ দারুকেশা জানিয়েছেন, আমরা আশা করেছিলাম এই অঞ্চলের তাপমাত্রা মোটামুটি ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই তাপমাত্রা ৭০ ডিগ্রি। এদিকে বিক্রম আরও জানিয়েছে ২০ সেন্টিমিটার উচ্চতায় প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে চাঁদের তাপমাত্রা। চাঁদে পৌঁছে বিক্রমের দেওয়া এই অভিনব তথ্য ভারতের সৌজন্যে জানতে পারল গোটা পৃথিবী।