নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন সকালেই প্রকাশ্যে এসেছে বহুল চর্চিত বাংলা ছবি ‘বাঘা যতীন’-এর টিজার। পোস্টার প্রকাশ্য়ে আসার পরেই তৈরি হয়েছিল উত্তেজনা। এবার টিজারে দেবের লুক দেখে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে তার আগেই খারাপ খবর সামনে এসেছে। মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ছবির পরিচালক অরুণ রায়।
খবরটি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে তাঁকে নিয়ে। দর্শকরা তো বটেই কলাকুশলী ও ইন্ডাস্ট্রির অন্দরের শুভাকাঙ্খীরাও চিন্তিত তাঁকে নিয়ে। যদিও বিষয়টিকে হালকা ভাবেই নিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, ‘ক্যান্সার হয়েছে তো কি হয়েছে, সে তো যেকোনো মানুষেরই হতে পারে’। তাই বিষয়টি নিয়ে তেমন আলোচনা হোক তিনি চান না বলেই স্পষ্ট করে দিয়েছেন তিনি।
কয়েকদিন আগেই পরিচালক অরুণ রায়ের খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। প্রথম স্টেজেই ধরা পড়েছে রোগটি। ফলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। চিকিৎসার জন্য কেমোথেরাপি নিতে হবে তাঁকে। যদিও অসুস্থতার জন্য বাড়িতে বসে থাকতে নারাজ তিনি। চিকিৎসকদের পরামর্শ নিয়েই ‘বাঘাযতীন’-এর ট্রেলার প্রকাশ্যের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মধ্যেই ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির শুটিং শেষ করেছেন তিনি।