নিউজ ডেস্ক: সরকারি স্কুলে মুসলিম
ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ করতে চলেছে ফ্রান্স। রবিবারই সেদেশের শিক্ষামন্ত্রী একথা জানিয়েছেন। উল্লেখ্য, আবায়া হল শরীর ডেকে রাখা ঢিলেঢালা একধরনের পোশাক, যা মুসলিম মেয়েরা পরে।
সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ফ্রান্সের
নতুন স্কুল মরশুম। আর তা শুরুর আগেই এমন ঘোষণা করতে চলেছে ফরাসি প্রশাসন। উল্লেখ্য, ২০০৪ সালে মাথার স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ হয়েছিল
ফ্রান্সের স্কুলে। পরে ২০১০ সালে জনসমক্ষে মুখঢাকা পোশাক পরাতেও জারি হয়েছিল
নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন সেদেশের ৫০ লক্ষ মুসলিমরা। এর মধ্যেই এবার নিষিদ্ধ হল আবায়া। ফ্রান্সের সরকারি স্কুলে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস অথবা মুসলিমদের স্কার্ফ পরায় অনুমতি দেয় না। সরকারি স্কুলগুলোতে ১৯ শতক থেকে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। যা বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রশাসনের সময় আরও কঠোর।
গত কয়েক মাস ধরেই এ বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে তর্কবিতর্ক চলছিল বিভিন্ন মহলে। এ নিয়ে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। তবে বামপন্থীরা বলছে, এমন সিদ্ধান্তে নাগরিক স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে। এক সংবাদমাধ্যমকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল
অ্যাটাল জানিয়েছেন যে স্কুলে আবায়া পরে আসা যাবে না মুসলিম ছাত্রীদের এবং ক্লাসে যেন
কারো পোশাক দেখে ধর্ম বিচার না করা হয়।