নিউজ ডেস্ক: ভারতের চন্দ্রযান-৩ সাফল্য পাওয়ার পর দ্বিগুণ উৎসাহে চাঁদ ছোঁয়ার লক্ষ্যে নেমেছিল জাপান। দুইবার উৎক্ষেপণ পিছিয়ে যাওয়ার পর আজ, সোমবার ফের চন্দ্রযান উৎক্ষেপণের মরিয়া চেষ্টা করেছিল জাপান। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফের পিছিয়ে গেল জাপানের চাঁদ ছোঁয়ার তারিখ। এই নিয়ে পরপর ৩ বার উৎক্ষেপণের দিন বাতিল করতে হলো এই দেশকে। উল্লেখ্য, এইবার উৎক্ষেপণের মাত্র ৩০ মিনিট আগে নেওয়া হলো এই সিদ্ধান্ত।
অপারেটর মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এই বিষয়ে জানাতে গিয়ে খারাপ আবহাওয়াকে দায়ী করেছে। মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের উৎক্ষেপণ ইউনিটের প্রধান তাতসুরু তোকুনাগা বলেন, প্রবল বায়ুপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনওরকমের সমস্যা এড়িয়ে উৎক্ষেপণ সফল করার লক্ষ্যই আসল বলে জানান প্রধান। আপাতত পরবর্তী উৎক্ষেপণের দিন কবে ধার্য হবে সেই নিয়ে কিছু জানানো হয়নি মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে। তবে জানানো হয়েছে ফের জ্বালানি ভরে সক্রিয় করতে হবে জাপানি চন্দ্রযানকে। এর কারণে আগামী ৩১ তারিখের আগে কোনও কিছুই সম্ভব না। আবার ১৫ সেপ্টেম্বরেও হতে পারে পরবর্তী উৎক্ষেপণের তারিখ।
উল্লেখ্য, তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে H-IIA রকেটে পাঠানোর পরিকল্পনা জাপানের এই চন্দ্রযানকে। জাপানের এই ল্যান্ডারের নাম Slim, অর্থাৎ স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। ২০১৭ থেকে এই মিশনের পরিকল্পনা করে জাপান। ২০২১ সালের মধ্যে নেওয়া হয়েছিল উৎক্ষেপণের লক্ষ্য। তবে ২ বার উৎক্ষেপণ বাতিল হওয়ার পর ভারতের চাঁদ জয়ের সাফল্য দেখে ফের তোড়জোড় করে দ্রুত লঞ্চ করার চেষ্টা করে মিশনটি জাপান। তবে এবারেও সম্ভব হলো না রকেট পাঠানোর। রাশিয়ার লুনা-২৫-এর ব্যর্থতা এবং ভারতের চন্দ্রযান-৩-এর সাফল্যের পর চাঁদ জয় নিশ্চিত করতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না জাপান।