নিউজ ডেস্ক: সাময়িকভাবে বাসমতি চাল
রফতানির উপর নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্রীয় সরকার। তবে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি
করা হয়নি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে ক্ষেত্রে বিদেশের মাটিতে এক টন বাসমতি চাল ১,২০০ মার্কিন ডলারের কমে বিক্রি করা হবে, সেক্ষেত্রে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই সীমার ঊর্ধ্বে
বাসমতি চালের ক্ষেত্রে রফতানিতে কোনও বিধিনিষেধ চাপানো হয়নি।
ভারত থেকে যে যে পণ্য রফতানি করা হয়, সেগুলির মধ্যে সবথেকে চাহিদা থাকা পণ্যের তালিকার শীর্ষেই
থাকে বাসমতি চাল। ২০২২-২৩ অর্থবর্ষে ভারত থেকে ৪.৭৯ বিলিয়ন ডলার অর্থের বাসমতি চাল
বিদেশে পাঠানো হয়েছিল। মূলত মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় রফতানি করেছিল ভারত।
বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায়
জানানো হয়েছে, সুগন্ধি বাসমতি চালের রফতানির
ক্ষেত্রে যে যে নিয়ম প্রয়োজ্য হয়, সেই নিয়মের আওতায়
বাসমতি ছাড়াও অন্য চাল দেশের বাইরে পাঠানো হচ্ছিল বলে গোপন সূত্রে খবর মিলেছিল।
সেই পরিস্থিতিতে বাসমতি চালের রফতানির উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।