নিউজ ডেস্ক: এক অদ্ভুত দাবি করে
বসেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মা। তিনি বলেন, ভারতের তিন তারকা কুস্তিগীরের জন্যই নাকি বিশ্ব কুস্তি
ফেডারেশনের নিয়ম না মানায় নির্বাসনের মুখে পড়তে হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনকে।
তিনি কাঠগড়ায় তুলেছেন তারকা কুস্তিগীর বজরং পুনিয়া-ভিনেশ ফোগাট এবং সাক্ষী
মালিককে। প্রসঙ্গত, ব্রিজভূষণ শরণ শর্মার যৌন কেলেংকারীর কথা
প্রকাশ্যে এই কুস্তিগীররাই এনেছিলেন। টানা আন্দোলনও চালিয়ে গিয়েছেন তারা। আর
তাদের আন্দোলনের ফলেই শেষ পর্যন্ত তদন্ত করে ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে
চার্জশিট গঠন করেছে দিল্লি পুলিশ। ফলে বাধ্য হয়েই ভারতীয় কুস্তি ফেডারেশনের
সভাপতির দায়িত্ব ছাড়তে হয় ব্রিজভূষণকে। বিশেষজ্ঞদের মতে সেই রাগের যন্ত্রণা
থেকেই এবার এইরকম হাস্যকর দাবি করেছেন ব্রিজভূষণ।
সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায়
ভারতীয় কুস্তি সংস্থাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে করেছে বিশ্ব কুস্তি
সংস্থা। ফলে বিশ্ব কুস্তি সংস্থা আয়োজিত কোনও প্রতিযোগিতায় ভারতের পতাকা নিয়ে
নামতে পারবেন না কুস্তিগীররা। তাদেরকে নামতে হবে ব্যক্তিগতভাবে অর্থাৎ স্বতন্ত্রভাবে।
দোড়গোড়াতে রয়েছে হাংঝাউ এশিয়ান গেমস। সেই গেমসের আগে ভারতীয় কুস্তি ফেডারেশনের
এই শাস্তির দায় বজরং পুনিয়া, ভিনেশ ফোগট,
সাক্ষী মালিকদের উপর চাপিয়েছেন কুস্তি সংস্থার অপসারিত সভাপতি
ব্রিজভূষণ শরণ সিং।
একটি সাংবাদিক বৈঠকে ব্রিজভূষণ দাবি
করেছেন, ‘ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন সময়ে না
হওয়ার কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম ঠিক সময়ে যাতে
নির্বাচনের। কিন্তু বজরং, ভিনেশ, সাক্ষীদের
মতো কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে কেন্দ্র আমাকে সরে যাওয়ার নির্দেশ দেয়। আমি তা
পালন করেছি। কিন্তু তারপরেও নির্বাচন হয়নি। কয়েক জন কুস্তিগীর চায়নি আমাদের পরিবার
থেকে কেউ কুস্তি সংস্থার নির্বাচনে দাঁড়াক। সেই দাবিও আমি মেনে নিয়েছি। তারপরেও
নির্বাচন হয়নি। কেন হয়নি তার কোনও জবাব নেই। গত ৮ মাস ধরে সব বন্ধ হয়ে পড়ে
রয়েছে । এশিয়ান গেমসের জন্য কোনও শিবির করতে পারেনি ফেডারেশন। সামনে বিশ্ব
চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স রয়েছে। তার শিবির ও আয়োজন করা সম্ভব হয়নি। এই সব
কিছুর জন্য আমি দায়ি করব বজরং, ভিনেশ এবং সাক্ষীকে।‘