নিউজ ডেস্ক: বিশ্ব সুন্দরীর প্রতিযোগীতা হোক বা অন্য কোনো প্যাজেন্ট ভারতীয় সুন্দরীরা সেখানে সবসময়ই এগিয়ে। রবিবার ২৭ অগাস্ট মিস ডিভা ইউনিভার্স ২০২৩-এর খেতাব জয় করলেন এক ভারতীয় কন্যা। শ্বেতা সারদা। রবিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল এই তারকা খচিত অনুষ্ঠানটি। সেখানেই শ্বেতার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। ২২ বছর বয়সী শ্বেতা আদপে চণ্ডীগরের বাসিন্দা। আগামী ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নিতে চলেছেন তিনি।
শ্বেতা চণ্ডীগরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মুম্বইয়ে থাকেন। মাত্র ১৬ বছর বয়সে মায়ের সঙ্গে মায়ানগরীতে পাড়ি জমান তিনি। তাঁর মা একজন সিঙ্গল মাদার। অনুষ্ঠানের পরে একটি সাক্ষাৎকারে তিনি জানান তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি হলেন তাঁর মা। মিস ডিভা ইউনিভার্সের খেতাব জয়ের আগে একাধিক রিয়েলিটি শো এবং বিউটি প্যাজেন্ট শো-তে অংশগ্রহণ করেছিলেন শ্বেতা। এর মধ্যে উল্লেখযোগ্য হল ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স দিওয়ানে, ডান্স প্লাস ইত্যাদি। ঝলক দিখলাজা রিয়েলিটি শো-তে কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন তিনি।
তিনি আরো জানান যে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। কোরিওগ্রাফার হওয়ার জন্য বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীকে নাচ শিখিয়েছিলেন তিনি। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, সলমন খান, ক্যাটরিনা কাইফ, মৌনি রায় এমনকী মাধুরী দিক্ষিতও। রবিবারের এই অনুষ্ঠানে শ্বেতা পরেছিলেন সোনালি রঙের থাইস্লিট গাউন যার মধ্যে ছিল শিমারি টাচ। মিস ইউনিভার্স ২০২২, দিভিতা রাই এদিন তাকে মুকুট পরিয়ে দেন।