নিউজ ডেস্ক: ২০২২ সাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীর উদ্যোগে রোজগার মেলার আয়োজন হয়ে আসছে। এবছর ফের একবার রোজগার মেলা আয়োজিত হল।
সোমবার এমনই রোজগার মেলা থেকে ৫১ হাজারেরও বেশি যুবকের হাতে চাকরি তুলে দিলেন খোদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দফতরে সদ্য চাকুরিপ্রাপ্ত যুবকদের হাতে এদিন
জয়েনিং লেটার দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজগার মেলার আওতায় এই নিয়োগপত্র দেওয়া
হয়েছে। ২৮ অগাস্ট, সোমবার দেশের মোট ৪৫ টি জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়েছিল।
যুবকদের হাতে নিয়োগপত্র দেওয়ার সময়
নিজের বক্তব্যও পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘যুবকদের এমন একটা সময়ে রোজগার মেলার মাধ্যমে নিয়োগপত্র
দেওয়া হচ্ছে, যখন সারা দেশ চন্দ্রযান ৩- এর সাফল্য উদযাপন করছে। এই গর্বের মুহূর্তে যুবকদের জন্য এটি দ্বিগুণ আনন্দ করার সময়।’
২০২২ সালের ২২ অক্টোবর দেশে প্রথমবার রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। ৭৫ হাজার যুবককে তখন নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এরপরে ২০২২ সালেরই ২২ নভেম্বর ৭১ হাজারেরও
বেশি যুবককে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এরপর ২০২৩ সালের ২০ জানুয়ারি আরও ৭১ হাজার
যুবককে নিয়োগপত্র দেওয়া হয়। পরে ১৩ এপ্রিলও ৭১ হাজার যুবককে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ১৬
মে-তে ৭১ হাজার যুবক ও ১৩ জুন ৭০ হাজার নিয়োগপত্র এবং শেষবার ২২ জুলাই আরও ৭০ হাজার যুবককে দেওয়া হয়েছিল চাকরির
নিয়োগপত্র।