নিউজ ডেস্ক: বিরোধীদের মহাজোট ‘ইন্ডিয়া’(I.N.D.I.A)এর বৈঠকে যোগ দিতে বুধবার মুম্বই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু রাজনীতি নয়, ব্যক্তিগত কাজও রয়েছে তাঁর। দেখা করতে পারেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সঙ্গে বলে খবর। শুধু তাই নয়, অভিনেতা যুগলের বাংলো ‘জলসা’য় মেগাস্টারের হাতে রাখি বেঁধে রাখিপূর্ণিমা পালনের সম্ভাবনার কথাও উঠে আসছে।
এনসিপি নেতা শরদ পাওয়ার এবং শিবসেনা(ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরের নেতৃত্বে আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। বৈঠকে যোগদানের জন্যে ৩০ অগাস্ট, বুধবার বাণিজ্য নগরীর উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, সেদিন বিকেলে বচ্চন পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। কলকাত চলচ্চিত্র উৎসবে এসে জয়া বচ্চনই তাঁকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। এবার সেই আমন্ত্রণ রক্ষার্থে ‘জলসা’য় যাবেন মমতা বলে খবর। তবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাখরুখ খানের সঙ্গে তিনি দেখা করবেন কিনা, তা এখনও অনিশ্চিত।
তবে এই সাক্ষাত নিছক আমন্ত্রণ রক্ষা বলে মনে করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। তাদের দাবি, ২০২৪’এর এপ্রিলে রাজ্যসাভায় মেয়াদ শেষ হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির(Samajwadi Party) সাংসদ জয়া বচ্চনের। এদিকে, একই সময়ে মেয়াদ শেষ হচ্ছে বাংলার ৪ সাংসদেরও। জল্পনা, বাংলা থেকে জয়াকে রাজ্যসভায় জায়গা করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, গত বিধানসভায় তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে দেখা গিয়েছিল অমিতাভ জায়াকে। সুতরাং, উড়ন্ত জল্পনা সত্যিও হয়ে যেতে পারে বলে দাবি বিশ্লেষক মহলের।