নিউজ ডেস্ক: এই প্রথম ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO সৌর মিশনে অংশ নিতে চলেছে। সূর্যকে খুব কাছ থেকে চেনার–বোঝার চেষ্টা করবেন বিশেষজ্ঞরা। বুধবার ইসরো প্রধান জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আদিত্য এল ১–এর যাত্রা শুরু হবে। এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য সমস্তকিছুই পরিকল্পনামাফিক যাচ্ছে। এস সোমনাথ আরও বলেন, ‘খুব শীঘ্রই সূর্যকে কাছ থেকে জানার জন্য আদিত্য এল ১ মিশন চালু হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এই মিশন আমরা চালু করার চেষ্টা করছি। সবকিছু পরিকল্পনা মোতাবেক চলছে। L1 পয়েন্ট পর্যন্ত যেতে এই মহাকাশযানের সময় লাগবে ১২০ দিন।’ সেই পরিকল্পনামাফিক
২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতের মুন মিশন।
আগামী শনিবার অর্থার ২ সেপ্টেম্বর সকাল ১১ বেজে ৫০ মিনিটে
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-৫৭ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে
আদিত্য এল ১-কে। শ্রীহরিকোটার লঞ্চ ভিউ গ্যালারি থেকে উৎক্ষেপণটি দেখার জন্য
ইসরোর পক্ষ থেকে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp
এই লিঙ্কে রেজিস্ট্রেশন শুরুর ঘোষণা করা হবে কিছুদিনের মধ্যেই।
এমনটাই জানানো হয়েছে ইসরোর পক্ষ থেকে। এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ অগাস্ট প্রথম ইসরোর তরফে জানানো হয় যে ভারতের প্রথম সৌর মিশন হতে চলেছে আদিত্য এল ওয়ানTags: NULL