নিউজ ডেস্ক: বলিউডে বর্তমান প্রজন্মের সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম নাম আরমান মালিক। তার কন্ঠের জাদুতে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত আসা-যাওয়া থাকে তাঁর। এক কথায় সোশ্যাল মিডিয়াতে নিজের জীবন নিয়ে যথেষ্ট খোলামেলাই আরমান মালিক। যদিও তাঁর ব্যক্তিগত জীবনের খুব একটা আভাস পাওয়া যায় না তাঁর সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এবার ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন তিনি। সোমবার নিজের ইনস্টাগ্রামে তাঁর প্রেমিকার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন আরমান। তবে এ ছবি যেমন তেমন নয়। প্রেমিকার সঙ্গে সেলফি কিংবা ফটোশুট নয় বরং তাঁকে প্রপোজ করছেন এমন ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘এবং আমাদের সবসময় সবে মাত্র শুরু হল’।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফ্যাশন ব্লগার আসনা শ্রফ যে তাঁর ভালোবাসার মানুষ তা প্রকাশ্যে আনেন তিনি। কানাঘুষোয় শোনা যেত আসনা এবং আরমানের প্রেমের গুঞ্জন। যদিও প্রকাশ্যে কখনোই এই বিষয়ে মুখ খোলেননি এই জুটি। আর এইবার সেই গুঞ্জনেই সীলমোহর দিলেন আরমান। ২০১৯ সাল থেকে একে অপরের সঙ্গে রয়েছেন তাঁরা। এবার সহজেই অনুমেয় খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই জুটি।
আসনা নিজের সোশ্যাল মিডিয়া পেজে আবেগ ঘন ক্যাপশন লিখে ছবিগুলি শেয়ার করেন। প্রথম ছবিতেই দেখা যায় হাঁটু গেড়ে বসে আসনাকে আংটি পড়াচ্ছেন আরমান। পরের ছবিগুলিতে দেখা যায় আনন্দে ফেটে পড়েছেন দুজনে। সবশেষে আসনার কপালে চুমু এঁকে দিচ্ছেন আরমান। ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে কমেন্ট বক্স। বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী সহ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই জুটিকে।