নিউজ ডেস্ক: দোকান ঘর ভেঙে ফেলার নোটিশের প্রতিবাদে সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে
হসপিটাল মোড়ের কাছে দোকানদার ও তাদের পরিবার সহ এলাকার মানুষ বিক্ষোভ অবস্থানে বসলেন। ঘোড়াদল রোড অবরোধ করে
তারা। বিক্ষোভকারীদের মধ্যে এক মহিলা গায়ে কেরসিন তেল ঢেলে আত্মদাহের
চেষ্টা করেন।
জানা গেছে এক সপ্তাহ আগে এই এলাকার প্রায়
চারশ বেশি দোকান ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয় পি ডব্লিউ ডি’র পক্ষ থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ স্থানীয় জনৈক রঞ্জিত
হালদার ব্যক্তিগত স্বার্থে আদালতে শরণাপন্ন হয়েছিলেন। আদালতের নোটিশ আসে পি ডব্লিউ
ডি ইঞ্জিনিয়ারদের কাছে। ইঞ্জিনিয়ার আদালতের নির্দেশ অনুযায়ী এই সমস্ত দোকান
ভেঙে ফেলার নোটিশ দেয়। সোমবার থেকে দোকান ভাঙার কাজ শুরু
হওয়ার কথা। দোকানদাররা রাস্তায় নেমে
প্রতিবাদ জানায়। এই নির্দেশকে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তাড়া। একইসঙ্গে মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা
জানিয়েছেন ৪০০ দোকানের সঙ্গে কয়েক
হাজার মানুষের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে। তাদের স্বার্থে
মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অবস্থানরত বিক্ষুব্ধরা।
সোমবার মথুরাপুর হাসপাতাল মোড়ে চলে আসে
জেসিবি গাড়ি। জেসিবি আসায় উত্তেজনায় ফেটে পড়ে
বিক্ষোভকারীরা। গাড়ির চারিদিকে ছিল বিশাল পুলিশ বাহিনী। গাড়ি
গিয়ে একটি দোকান ভাঙ্গার উপক্রম করলে বিক্ষোভকারীরা জেসিবি মেশিনের সামনে
দাঁড়িয়ে যায়। চলে স্লোগান। আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে অবশেষে পিছু হটে
প্রশাসন। দোকান ভাঙ্গার উদ্যোগ নেওয়ায় জেসিবির সামনে শুয়ে পড়েন কিছু বিক্ষোভকারী। অন্যদিকে প্রশাসনের সামনে
গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানো চেষ্টা করেন কয়েকজন। ইতিমধ্যে খবর আসে হাইকোর্ট
১৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ
দিয়েছে। এরপরে প্রশাসনের নির্দেশে ফিরে যায় জেসিবি।