নিউজ ডেস্ক: ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত এশিয়া কাপ ২০২৩। দল ঘোষণা হয়ে গিয়েছে আগেই। এবার খেলার সূচি ঘোষণা করল আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(ICC International Cricket Council)।
শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যৌথ আয়োজনে আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ওডিআই(ODI) ফর্ম্যাটের এবারের এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নেপাল। ফাইনাল ১৭ অগাস্ট।
একনজরে এশিয়া কাপ ২০২৩-এর সময়সূচি:-
• ৩০ অগাস্ট মুলতানের স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল
• ৩১ অগাস্ট ক্যান্ডির স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা
• ২ সেপ্টেম্বর ফের ক্যান্ডির স্টেডিয়ামে হবে খেলা। খেলা হবে দীর্ঘদিনের দুই প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তানের মধ্যে
• ৩ সেপ্টেম্বর লাহোরে খেলা হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান
• ৪ সেপ্টেম্বর ক্যান্ডির স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং নেপাল
• ৫ সেপ্টেম্বর লাহোরের স্টেডিয়ামে খেলা হবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
গ্রুপ পর্বের খেলা শেষে শুরু হবে প্লে-অফের খেলাগুলি। আইসিসি-এর সূচি অনুযায়ী:-
• ৬ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে A1(PAK/IND/NEP) বনাম B2(BAN/SL/AFG)
• ৯ সেপ্টেম্বর কলম্বোর স্টেডিয়ামে খেলা হবে B1(BAN/SL/AFG) বনাম B2(BAN/SL/AFG)
• ১০ সেপ্টেম্বর কলম্বোর স্টেডিয়ামে খেলা হবে A1(PAK/IND/NEP) বনাম A2(PAK/IND/NEP)
• ১২ সেপ্টেম্বর কলম্বোয় খেলা হবে A2(PAK/IND/NEP) বনাম B1(BAN/SL/AFG)
• ১৪ সেপ্টেম্বর কলম্বোয় খেলা হবে A1(PAK/IND/NEP) বনাম B1(BAN/SL/AFG)
• ১৫ সেপ্টেম্বর কলম্বোয় খেলা হবে A2(PAK/IND/NEP) বনাম B2(BAN/SL/AFG)
• এরপর ১৭ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল
আইসিসি-র প্রকাশিত সূচি অনুযায়ী, ফাইনাল সহ অনুষ্ঠিত হবে মোট ১৫টি ম্যাচ। এই প্রথম সম্পূর্ণ হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছে এশিয়া কাপের। খেলা হবে ওডিআই ফর্ম্যাটে। ২টি গ্রুপে ৬টি দলকে ভাগ করে খেলা হবে গ্রুপ পর্বের ম্যাচগুলি। এই পর্বে প্রতিটি দল নিজের গ্রুপের বাকি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বের শেষে পয়েন্টের তালিকায় শীর্ষে থাকা ২টি করে দল নিয়ে ৪টি দলের সেমিফাইনাল খেলা হবে। এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত এবং নেপাল এবং ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।