নিউজ ডেস্ক: এই মুহূর্তে বলিউডের অন্যতম বহুল চর্চিত জুটি পরিনীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় রয়েছে এই যুগল। চলতি বছরই বিয়ে করতে চলেছেন তাঁরা। দিল্লির কপুরথালা হাউসে ইতিমধ্যেই বাগদান হয়ে গিয়েছে তাঁদের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিনীতির দিদি, প্রিয়াঙ্কা চোপড়া। রাজকীয় ভাবে রাজস্থানের বিলাসবহুল প্রাসাদ তথা হোটেলে বিয়ে সারবেন তাঁরা। বিয়ের প্ল্যানিং প্রায় শেষের পথে। তবে বিয়ের প্রস্তুতি শুরু করার আগে ভগবানের আশীর্বাদ নিতে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান এই জুটি।
শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাঘব ও পরিনীতি। তবে ছবি শিকারীদের হাত থেকে বাঁচতে পারেননি তাঁরা। মহাকালেশ্বর মন্দিরে তাঁদের পুজো দিতে যাওয়ার ছবি এবং ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঐদিন পরিনীতি পড়েছিলেন গোলাপি রঙের কাঞ্জিভরম শাড়ি এবং রাঘবের পরনে ছিল হলুদ রঙের ধুতি এবং গলায় লাল উত্তরীয়। শাড়ির আঁচল মাথায় ঢেকে নিয়েছিলেন পরিনীতি যদিও চুল খোলাই ছিল। বিয়ের আগেই যেন গ্ল্যামার উপচে পড়ছিল এই বলি ডিভার। কিন্তু গোল বাঁধে অন্যদিকে। কড়া নিরাপত্তা বেষ্ঠনীর মধ্যে দিয়েই পুজো দিতে উপস্থিত হয়েছিলেন এই জুটি। কিন্তু একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে দুজনের পায়েই চপ্পল। আর তা দেখেই রে রে করে তেড়ে এসেছেন নেটিজেনরা।
মন্দির চত্বরে জুতো পড়ে প্রবেশ করতে দেখেই ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয় তাঁদের নিয়ে। এর আগে মহাকালেশ্বর মন্দিরে ‘ওএমজি ২’ ছবির শুটিং হয়েছিল। সে ছবি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। ছবিটির একাধিক দৃশ্যে কাঁচি চালায় সেন্সর বোর্ড। এরপরেই মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতদের একাংশ এই মন্দিরের শুটিং হওয়ার দৃশ্যগুলি বাদ দিতে আবেদন জানায় সেন্সর বোর্ডকে। যদিও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘ওএমজি ২’। রাঘব-পরিনীতি মন্দির চত্বরে চপ্পল পরে ঢোকায়, নেটপাড়া খেপে উঠলেও মন্দিরের তরফে এখনো কিছু জানানো হয়নি। তবে বিটাউনের গুঞ্জন যে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ের আয়োজন করতে চলেছেন জনপ্রিয় এই জুটি। আর তাই বিয়ের আগে আশীর্বাদ নিতে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা।