নিউজ ডেস্ক: ২০২০ সালের ১৪ ই জুন, অনেক সিনে প্রেমীর কাছেই অভিশপ্ত এই দিনটি। এই দিনে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সোশ্যাল সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যু ঘিরে রহস্য এখনো উন্মোচিত হয়নি। তবে সেইদিন থেকে ফাঁকা পড়ে রয়েছে ওই ফ্ল্যাটটি। বান্দ্রার ওই ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন সুশান্ত। তবে তাঁর মৃত্যুর পর থেকে বিনোদন জগতের আর কাউকে ওই ফ্ল্যাটটি ভাড়া দিতে রাজি ছিলেন না মালিক। মাসিক সাড়ে চার লাখ টাকার বদলে সুশান্ত সিং রাজপুত ওই ফ্ল্যাটটি ভাড়ায় নিয়েছিলেন।
তবে বর্তমানে কানাঘুষো শোনা যাচ্ছে যে এই ফ্ল্যাটটির এবার সদগতি হতে চলেছে। অনেকেই অভিশপ্ত বলে দাগিয়ে দিয়েছিলেন ওই ফ্ল্যাটটিকে। সেই থেকেই কোনো ভাড়াটে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এইবার সেই ফ্ল্যাটটি কিনতে নাকি এগিয়ে এসেছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত নায়িকা আদা শর্মা। বিগত কয়েকদিন ধরেই এই গুঞ্জন শোনা গেলেও এবার পাপারাৎজিদের মুখোমুখি হন তিনি। তিনি সত্যিই ওই ফ্ল্যাটটি কিনছেন কিনা জানতে চাওয়া হলে ইতিবাচক সংকেত দেন তিনি। সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ না বললেও তিনি জানান, ‘যদি কিনি তাহলে আপনাদেরই সবার আগে জানাবো, সে যখনই হোক না কেন, আপনাদের অবশ্যই মিষ্টিমুখ করাব’।
তাঁর কথাতে স্পষ্ট যে আদা শর্মা সুশান্ত সিং রাজপুতের ব্যবহৃত বাংলো কিনবেন কিনা এখনো সিদ্ধান্ত না নিলেও এই ফ্ল্যাট কেনার গুঞ্জন এখনো উড়িয়ে দিলেন না তিনি। প্রসঙ্গত, ২০১৯ সালে বান্দ্রার সমুদ্রের ধারে বিলাসবহুল এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। করোনা মহামারী চলার সময় ২০২০ সালে এই ফ্ল্যাটেই সুশান্তের সঙ্গে থাকতেন রিয়া। কিন্তু ২০২০ সালে ১৪ই জুন সুশান্ত সিং এর ঝুলন্ত মৃতদেহ পাওয়ার পর থেকেই বদলে যায় চিত্র। ঘটনা পর থেকে ফাঁকা থাকতো ফ্ল্যাটটি।