নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম ব্লক জুড়ে সোমবার
ফের শতাধিক হাতির তাণ্ডব শুরু হয়। ফসলের ব্যাপক
ক্ষয় ক্ষতি হয়েছে। এরই মাঝে দাঁতালের আতঙ্কে
রয়েছেন ঝাড়গ্রাম ব্লকের বাসিন্দারা। সোমবার রাত থেকেই হাতির দল তান্ডব শুরু
করেছে বিভিন্ন গ্রামে গিয়ে। খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে যেমন ফসলের ক্ষতি
করছে হাতির দল তেমনি ঘরবাড়ি ও ভাঙচুর করছে।
জানা গেছে ঝাড়গ্রাম ব্লকের নুনিয়াকুন্দ্রি,
গোবিন্দপুর এলাকায় প্রায় দশ বিঘা জমির সবজি চাষ নষ্ট করে দিয়েছে
হাতির দল। এছাড়াও ধান চাষের জমিতে গিয়ে প্রায় ২০ বিঘা জমির ধান চাষ নষ্ট করে
দিয়েছে। যার ফলে চিন্তায় পড়েছে ওই এলাকার চাষীরা। অনেক কষ্ট করে এ বছর আমন
ধানের চাষ করেছিলেন চাষিরা। সেই চাষ নষ্ট হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন ওই
এলাকার বাসিন্দারা। ওই এলাকার ঝাড়গ্রাম ব্লকের ভাওদা এলাকায় হাতির দল তাণ্ডব চালিয়ে
ভাওদা ফরেস্ট বাঁধের দিকে চলে যায় বুনো হাতির দল। এর পর সেখানে নেমে জলকেলিতে মেতে ওঠে হাতির দল। যেভাবে খাবারের
সন্ধানে প্রকাশ্য দিবালোকে লোকালয়ে হাতির দল ঢুকে তান্ডব চালাচ্ছে হাতির দল
তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
প্রতিবছর এই সময় ঝাড়গ্রাম ব্লকের কলাবনি,
জারুলিয়া, নেদাবহড়া ,পুকুরিয়া,
শিমুল ডাঙ্গা, লোধাশুলি, বালিভাষা, মানিকপাড়া সহ বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে
ভাগ হয়ে হাতির দল ঢুকে পড়ে। যার ফলে ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন
গ্রামবাসীরা । বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন
এলাকায় গিয়ে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। সেই সঙ্গে বন দফতরের
পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ধে ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তায় যাতায়াত
করতেও নিষেধ করা হয়েছে। পুনরায় হাতির
হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকার
বাসিন্দারা।