নিউজ ডেস্ক: কোতুলপুরে হামলার মুখে পড়ল
বিজেপি সাংসদ সোউমিত্র খাঁ। বেশ কয়েকজন তৃণমূল কর্মী এদিন তাকে ঘিরে ধরে। তার উপর চড়াও
হয় তৃণমূল কর্মীরা। সাংসদের ঊপর চড়াও হয়েছিলেন তাদের মধ্যে একজন দীপক গায়েন। তার দাবি
চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন সাংসদ। তিনি এলাকাবাসী হিসেবে সেই টাকা ফেরত নিতে
এসেছেন। তবে থানায় গিয়ে সাংসদ নামে তিনি অভিযোগ জানালেন না কেন। সেই উত্তর অবশ্য দীপক
বাবুর মুখে নেই।
এদিন বিক্ষোভকারীরা সাংসদের গাড়ি বেশ কিছুটা দূর
পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। সি আই এস এফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়ে কোন
মতে হামলা থেকে বাঁচতে সক্ষম হন। সোমবার বাঁকুড়ার কোতুলপুর থেকে
লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল
মোড় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁর গাড়ি ঘিরে ধরে কটুক্তি করতে শুরু করে। তাঁকে
চোর বলে কটুক্তি করতে শুরু করে।
সৌমিত্র খাঁ তাঁদের কোনো সঙ্গে
বাকবিতণ্ডায় না জড়িয়ে সঙ্গে থাকা সি আই এস এফ এর সাহায্যে গাড়িতে
চড়েই এলাকা ছেড়ে লাউগ্রামের উদ্যেশ্যে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময়
বিক্ষোভকারীরা বেশ কিছুটা সাংসদের গাড়িকে তাড়া করে। বিক্ষোভকারীদের দাবী চাকরী
দেওয়ার নাম করে সৌমিত্র খাঁ ২০১৫ সালে তাঁদের কাছে লক্ষ লক্ষ টাকা নেন। কিন্তু
চাকরী মেলেনি। কিন্তু নিজেরা তৃণমূল কর্মী হয়ে বিজেপির সাংসদকে টাকা কেন দিতে
গেলেন কেন। এবং বিরোধী দলের সাংসদ কিভাবে চাকরি পাইয়ে দেবেন। এবং টাকা দেওয়ার প্রমাণ
কি আদৌ আছে সেই উত্তর অবশ্য বিক্ষোভকারীরা দেননি। বিষয়টি নিয়ে সাংসদ
সৌমিত্র খাঁ বলেন, “এলাকায় কাজ হচ্ছে
তাই তৃনমূল বিক্ষোভ দেখাচ্ছে” । কারা এই বিক্ষোভ দেখিয়েছেন
তাঁদের তিনি চেনেন না বলেও দাবি করেন সাংসদ। সাংসদ চাকরীর
নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।