নিউজ ডেস্ক: দত্তপুকুরের ঘটনা এখন বাংলায়
নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই রকম ঘটনা যখন ঘটে
মুখ্যমন্ত্রী তখন বলেন, “ছোটখাটো ঘটনা।” অন্যদিকে এগড়ার বিস্ফোরণ পর মুখ্যমন্ত্রী
বাংলা জুড়ে বাজি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ার পরেও
দত্তপুকুরে বিস্ফোরণ ঘটে। যেখানে ভারতবর্ষে চন্দ্রা-অভিযান হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলায় পারমাণবিক চন্দ্রাভিযান হচ্ছে বলে কটাক্ষ করেন
বিজেপি রাজ্যে সাধারণ সম্পাদিকা তথা সাংসদ লকেট চ্যাটার্জি।
তিনি কটাক্ষের সুরে এদিন বলেন, “বাংলাতেও বড় বড় বিজ্ঞানী রয়েছেন। তারা উন্নতমানের
বোমাবাজি তৈরীর কারখানা চালাচ্ছেন। তাতে শহর গ্রাম কেঁপে
উঠছে। এটা খুব চিন্তার বিষয় হয়ে পড়েছে যে জঙ্গী ও জেহাদিদের
আড্ডা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে। কিন্তু সব কিছুতেই মুখ্যমন্ত্রী
চুপ। তার দরকার কেবল ভোট ব্যাঙ্ক”।
বর্ধমান সদর জেলা বিজেপির ডাকে বর্ধমান রেলস্টেশনের জনসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য
করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিনের সভাতে
উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, বীরভূম জেলার
ইন-চার্জ সন্দীপ নন্দী সহ বর্ধমান জেলা বিজেপির নেতৃত্বরা।
এদিন সাংসদ আরও বলেন, “এবারের পঞ্চায়েত নির্বাচনে বলি হয়েছে প্রায় ৬০জনের মতো রাজনৈতিক কর্মী।
শুধু বিজেপি কর্মীরাই নির্বাচনের বলি হননি, তাতে কংগ্রেস,সিপিএম, তৃনমূলের কর্মীরাও রয়েছে। এবারের নির্বাচন কেবল ক্ষমতার নির্বাচন, সন্ত্রাসের নির্বাচন, টাকা,সিন্ডিকেট-রাজের
নির্বাচন হয়েছে। যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকার জন্য সন্ত্রাস করা হয়েছে।
বিজেপি এর বিরুদ্ধে লড়াই চালাবে এবং আগামী ২৪শের নির্বাচনে তা
বুঝিয়ে দেবে”।