নিউজ ডেস্ক: টানা বৃষ্টিপাতের কারণে হড়পা বান, ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। বন্যার কবলে পড়ে নাজেহাল উত্তর ভারতের বাকি রাজ্যগুলিও। এবার চিন্তা বাড়াচ্ছে আসামের বন্যা। চলতি বছরে অতিরিক্ত বৃষ্টির কারণে বেড়ে গিয়েছে ব্রহ্মপুত্রের জলস্তর। বন্যার কবলে প্রায় দু’লক্ষ মানুষ। জলের তলায় একাধিক গ্রাম। ভেসে গিয়েছে ৮ হাজার হেক্টর চাষের জমি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের।
আসাম সরকারের তরফে প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, চলতি বছরে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র সহ বেড়ে গিয়েছে একাধিক নদীর জল। যার কারণে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী একাধিক গ্রাম। ঘরছাড়া বহু মানুষ। বাধ্য হয়ে তারা আশ্রয় নিয়েছেন সরকারি ত্রাণ শিবিরগুলিতে। সরকার তরফের খবর, উত্তর পূর্বের এই রাজ্যের মোট ১৭টি জেলা এখন বন্যার কবলে।
পরিস্থিতি এতটাই বাজে যে গুয়াহাটি এবং জোরহাটে ব্রহ্মপুত্রের উপর ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে। বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর। তালিকায় এরপর রয়েছে ধেমাজি। সরকারি তথ্যানুযায়ী, ৪০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই জেলায়। বন্যাকবলিত এলাকাগুলিতে সাধারণ মানুষকে সাহায্য করতে দিন রাত কাজ করে চলেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত মোট ৪৫টি ত্রাণ শিবির খুলেছে অসম সরকার। শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে প্রায় ৫০০এরও বেশি মানুষ।