নিউজ ডেস্ক: ব্রিকসের পর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ সম্মেলন(G20 Summit)। তার আগে ভারত-চিন সম্পর্কের টানাপোড়েনকে উস্কে দিল সদ্য প্রকাশিত চিনা মানচিত্র।
প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩-এর মানচিত্রে চিনের অংশ হিসাবে দেখানো হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে। সেই সঙ্গে, দেখানো হয়েছে ৬২-এর যুদ্ধে জবর দখল করা লাদাখের অংশ, যাকে বেজিং আকসাই চিন বলে থাকে। এছাড়াও রয়েছে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অংশ।
Tags: NULL