নিউজ ডেস্ক: বক্স অফিসে এখনও ছক্কা হাঁকিয়ে চলেছে ‘গদর ২’। ১১ই অগাস্ট মুক্তি পেয়েছে এই ছবি। তারপর থেকেই ভাঙছে একের পর এক রেকর্ড। হিন্দিতে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্য়ে সবচেয়ে কম সময়ে ৪৫০ কোটি টাকার ব্যবসার রেকর্ড গড়েছে ‘গদর ২’। ভেঙে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ডও। ১৭ দিনের মাথায় ৪৫০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘গদর ২’, অন্যদিকে এই ক্লাবে ঢুকতে পাঠানের সময় লেগেছিল ১৮ দিন। মুক্তির পর মাত্র দুই সপ্তাহের মধ্যে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ইতোমধ্যেই নজির তৈরি করেছে এই ছবি। এবার ‘দঙ্গল’, ‘কেজিএফ ২’ ও ‘বাহুবলী ২’- এর রেকর্ড ভেঙে এবার কম সময়ে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির জায়গা দখল করেছে ‘গদর ২’।
চলচ্চিত্র বানিজ্য বিশ্লেষকদের মতে মুক্তির প্রথম সপ্তাহে ‘গদর ২’ আয় করেছিল ২৮৪.৬৩ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে সেই আয় নেমে দাঁড়ায় ১৩৪.৪৭ কোটি টাকা। তৃতীয় সপ্তাহের শুধুমাত্র শুক্রবারেই আয় করে ৭.১ কোটি টাকা, শনিবারে তা বেড়ে দাঁড়ায় ১৩.৭৫ কোটি টাকা এবং রবিবারে এই ছবির আয় হয় ১৬.১০ কোটি টাকা। এমনকি ছবি মুক্তির ১৮ দিনের মাথাতেও কোটির উপরেই আয় করছে এই ছবি। ১৮তম দিনেও সাড়ে চার কোটি টাকা আয় করেছে ‘গদর ২’। সবমিলিয়ে ১৮ দিনের মাথায় ৪৬০.৫৫ কোটি টাকা আয় করেছে সানি দেওলের ছবি।
সাধারণ দর্শকতো বটেই, ‘গদর ২’ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন খোদ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এই ছবি দেখতে চেয়েছিলেন, আর সেই জন্য রাষ্ট্রপতি ভবনে বসেছিল ‘গদর ২’- এর স্পেশাল স্ক্রিনিংয়ের আসর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নিজ বাসভবনে এই ছবি দেখেছিলেন। চলচ্চিত্র বানিজ্য বিশ্লেষকদের মতে ধীরে ধীরে ৫০০ কোটির বক্স অফিস ক্লাবে ঢুকতে চলেছে ‘গদর ২’। বিতর্ক থাকলেও একের পর এর পালক জুড়ছে এই ছবির মুকুটে। প্রশংসিত হয়েছে সানি দেওল ও অমিশা পাটেলের অভিনয়ও।