নিউজ ডেস্ক: আফগানিস্তানে ফের তালিবানি ফতোয়ার শিকার মহিলারা। এবার হিজাব ছাড়া পার্কে প্রবেশ করতে পারবেন না তাঁরা। হিজাব না পরে পার্কে প্রবেশ করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালিবান প্রশাসন। বামিয়ান প্রদেশের ব্র্যান্ড-ই-আমীর উদ্যানটি স্থানীয় বাসিন্দাদের কাছে একটি উল্লেখযোগ্য প্রমোদউদ্যান হিসেবে পরিচিত। সম্প্রতি এই পার্কেই হিজাব ছাড়া মহিলাদের প্রবেশ বাড়ছে বলে অভিযোগ তোলে স্থানীয় প্রশাসন।
প্রশাসনের তরফ থেকে মহম্মদ খালিদ হানাফি পার্কটি প্রদর্শন করার পর উপযুক্ত সরকারি নিয়মকানুন জারি না হওয়া পর্যন্ত মহিলাদের জন্য নিষেধাজ্ঞা জারি করেন পার্কে। হিজাব না পরে পার্কে প্রবেশ করলে নিরাপত্তারক্ষীদের কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিকে আফগান সরকারের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের নারী অধিকার পরিচালক হেদার বার। গোটা আফগানিস্তানকে একটা জেলখানা বানিয়ে রেখেছে তালিবান, বলে মন্তব্যও করেন তিনি।
উল্লেখ্য, এর আগে শিক্ষাক্ষেত্রেও আফগান মহিলাদের যোগদানকে সীমাবদ্ধ করে স্বরূপ চিনিয়ে দিয়েছিল তালিবান। এরপর বিউটি সেলুন বন্ধ করেও মহিলাদের আরও ঘরকুনো করে তোলার বার্তা দেওয়া হয়। আফগানিস্তানের প্রাক্তন সাংসদ মরিয়ম সোলাইমানখিল এই ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে হুঁশিয়ারি দেন তালিবানকে। তিনি বলেন, তালিবান সরকারের পতন অবশ্যম্ভাবী।