নিউজ ডেস্ক: চলতি বছরটি দেবের বেশ ভালোই কাটছে! সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য। বক্স অফিসে মোটামুটি ভালোই ব্যবসা করেছে এই ছবিটি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছে পুজোর ছবি ‘বাঘা যতীন’-এর প্রিটিজার। আর এবার শীতের ছুটির ছবির শুটিং হতে চলেছে। দেব অভিনীত ও অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘প্রধান’। ছবির বেশির ভাগ অংশের শুটিংই হবে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে। পরিচালকের মতে ছবির চিত্রনাট্যের স্বার্থেই পাহাড় প্রয়োজন। আর তাই উত্তরবঙ্গকেই বেছে নিয়েছেন অভিজিৎ। আগামী ৩০ অগাস্ট থেকে উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি লোকেশনে ছবির শুটিং শুরু করবেন পরিচালক, চলবে টানা ২১ দিন।
ছবির নাম ভূমিকায় দেব অভিনয় করলেও এই ছবিতে রয়েছেন এক ঝাঁক তারকা। দেবের বিপরীতে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। মুখ্য চরিত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা। সাবিত্রী চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, সোহিনী সেনগুপ্ত প্রমুখদের দেখা যাবে প্রধান-এ। একঝাঁক তারকা সমন্বিত বাংলা ছবি এর আগে তেমন একটা দেখা যায়নি। ফলে প্রযোজকের মতে শুটিং ইউনিট ভীষণ উত্তেজিত।
ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী বলেন, ছবিটির আসলে আউটডোর শুট বলে কিছু নেই বরং গোটা ছবিটাই পাহাড়ে শুটিং হবে। এর আগে ‘টনিক’ ছবিটিও পাহাড়ে শুটিং হয়েছিল। দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বোঝা গিয়েছে যে নতুন ছবি নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। ‘প্রধান’ ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে দেবকে। চরিত্রের নাম দীপক প্রধান। ছবির পোস্টার দেখে ও পরিচালকের কথায় এর বেশি আর কিছু জানা না গেলেও অভিজিৎ সেন বলেন, ‘টনিক’ ও ‘প্রজাপতি’ যেমন দর্শকদের মন জয় করেছিল, এই ছবিও দর্শকের মন জয় করে নেবে। দীর্ঘ দিন পর ‘প্রধান’-এর মাধ্যমেই ফের বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনা করতে চলেছেন শান্তনু মৈত্র। চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা এই ছবির।