নিউজ ডেস্ক: বুদাপেস্টে বিশ্ব
চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতের গর্ব আরো যেন বাড়িয়ে দিলেন
নীরজ চোপড়া। গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুপো নিয়ে ফিরেছিলেন। এ বার সোনার
পদক। নীরজ মানেই যেন নজির। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম
অলিম্পিক সোনাজয়ী নীরজ। টোকিওয় সেই নজির গড়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রথম
সোনা বিঁধল তাঁর বর্শাতেই। নীরজ এখন নয়নের মণি। আর তার এই অভাবনীয় সাফল্যের
অংশীদার হয়েছে ভারতের অন্যতম বিখ্যাত ডেয়ারি ব্র্যান্ড ‘আমূল’।
নীরজের এই সাফল্যকে উদ্দেশ্য করে আমূল সংস্থার তরফে
একটি পোস্টার প্রকাশ করা হয় যেখানে দেখা যায় নীরজ চোপড়া সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, তার
গলায় মেডেল এবং তিনি ভারতীয় পতাকা তুলে ধরে আছেন। সংস্থার আইকন আমূল গার্লকেও দেখা
যায় এক হাতে একটি জ্যাভলিন এবং অন্য হাতে এক টুকরো রুটি ধরে থাকতে। পোস্টারের মধ্যে
ট্যাগলাইন লেখা আছে – ‘জ্যাভেলউইন! গোল্ড স্ট্যান্ডার্ড!’ এই পোস্টার শেয়ার করা মাত্র
প্রায় ৫৪ হাজার লাইক পড়ে তাতে এবং মুহূর্তের মধ্যে প্রচুর মানুষ সেই ছবি শেয়ার করতে
শুরু করেন। প্রথম সারির সংবাদপত্রেও সেই ছবি ছাপা হতে দেখা যায়।
জনৈক নেটিজেন এই ছবি শেয়ার করে সমাজমাধ্যমে লেখেন,
‘আমরা ভারতীয়রা নীরজ চোপড়াকে নিয়ে গর্বিত! ধন্যবাদ!’ আবার
অন্য একজন একই ছবি শেয়ার করে লেখেন, ‘মাঝে মাঝে, মনে হয় @amul_india-এর
মার্কেটিং টিমে এমন কিছু শিল্পী আছেন যারা এই পোস্টারগুলো হাতে আঁকেন; ঠিক পুরানো দিনের মতো।’