নিউজ ডেস্ক: পাক রাজধানী ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের প্রধান হিসাবে নিযুক্ত হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। বিজ্ঞপ্তি প্রকাশ করে এবার এমনটাই জানাল বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা কূটনীতিককে হাইকমিশনের শীর্ষে দায়িত্ব দেওয়া হল।
সূত্রের খবর, ইসলামাবাদে নিযুক্ত বর্তমান ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্স সুরেশ কুমারের জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন গীতিকা। ২০০৫ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস(IFS)ব্যাচের আধিকারিক গীতিকা কবে দায়িত্ব নিচ্ছেন তা অবশ্য বিদেশমন্ত্রকের তরফে এখনও জানানো হয়নি। তবে শীঘ্রই তিনি যাচ্ছেন তা জানিয়েছে নয়াদিল্লি। উল্লেখ্য, এই মুহূর্তে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিবের পদে রয়েছেন এই মহিলা আধিকারিক।
উল্লেখ্য, এর আগে চিনেও নিযুক্ত করা হয়েছিল গীতিকাকে। এমনকি কলকাতা পাসপোর্ট অফিসার হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি। এবার তাঁর অসামান্য প্রতিভার জন্য ইসলামাবাদের মতো গুরুত্বপূর্ণ দেশের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে বলে খবর।
প্রসঙ্গত, দু’দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সংঘাতের কারণে ২০১৯ সালের অগাস্ট থেকে হাই কমিশনার পদের অবলুপ্তি ঘটেছে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর হাই কমিশনারের দায়িত্ব বর্তেছে ‘চার্জ ডি’অ্যাফেয়ার্সের’ হাতে। সম্প্রতি নয়াদিল্লির পাক হাই কমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স পদে সলমন শরিফের বদলে এসেছেন সাদ ওয়ারিচ। তিনি পাক বিদেশ মন্ত্রকের আফগানিস্তান, ইরান এবং তুরস্ক ডেস্কের পরিচালক পদে ছিলেন।