নিউজ ডেস্ক: গতবছর অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘কালকক্ষ’। তবে মুক্তি পাওয়ার কিছুদিন পরেই হল থেকে ধীরে ধীরে কমতে থাকে শো। তারপর প্রায় সমস্ত হল থেকেই সরিয়ে নেওয়া হয় এই ছবি। কারণ? বক্স অফিসে তেমনভাবে সাফল্য লাভ করতে পারেনি শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পালের এই ছবি। আপাতদৃষ্টিতে ‘ফ্লপ’ ছবিটি এক বছর পরে ফের হলে মুক্তি পেল। এর একটাই কারণ, জাতীয় পুরস্কার পেয়েছে ছবিটি!
চলতি বছর ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয় ‘কালকক্ষ হাউজ অফ টাইম’। ২৫ অগাস্ট সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার পায় ‘কালকক্ষ’। আর সোমবার ২৮ অগাস্ট ফের হলে ফেরে ‘কালকক্ষ হাউজ অফ টাইম’। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই খুশি পরিচালক, প্রযোজক এবং ছবির অভিনেতারা। জাতীয় পুরস্কার জয়ের দিনই আক্ষেপ করেছিলেন ‘কালকক্ষ’-এর পরিচালক। নন্দন ২ প্রেক্ষাগৃহে চলছিল এই ছবি। কিন্তু তেমন একটা দর্শক না হওয়ায় হল থেকে সরিয়ে নিতে বাধ্য হন হল কর্তৃপক্ষ। অরোরা ফিল্মস প্রযোজিত এই ছবি সেরা বাংলা ছবির শিরোপা পেতেই ফের নড়েচড়ে বসেন হল মালিকরা।
এই প্রযোজনা সংস্থা জানিয়েছে যে, এর আগেই হল মালিকরা বলেছিলেন, যেহেতু নতুন মুখ নিয়ে কাজ তাই ছবির ডিস্ট্রিবিউশনে সমস্যা হবে। কোন পরিচিত মুখ না থাকায় ছবিটি দর্শকদের হলমুখী করতে পারেনি। কিন্তু সেই চিত্র এবার পাল্টেছে। সেরা ফিচার ফিল্ম বাংলার পুরস্কার জিতেছে ‘কালকক্ষ’। তাই হল মালিকদের আশা দর্শক টানবে এই ছবি। যদিও ছবির পরিচালকরা এর আগেই জানিয়েছিলেন যে একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছিল ছবিটি। যারা যারাই ছবি দেখেছেন সকলেই প্রশংসা করেছিলেন। মূলত মুখে মুখে প্রচার পাচ্ছিল ছবিটি। কিন্তু ভালো ব্যবসা করার আগেই তা সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ফের হলে মুক্তি পাওয়ার বিষয়ে দর্শকদেরই এগিয়ে রেখেছেন তাঁরা। তাঁদের মতে জাতীয় পুরস্কার পাওয়ার পর দর্শকরাই এই ছবি দেখতে চেয়েছিলেন বলে আবার হলে ফিরেছে ‘কালকক্ষ’।