নিউজ ডেস্ক: রাখি পূর্ণিমার আগে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাল মোদী সরকার। গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমানো হলো ২০০ টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলাদের জন্যও বড় চমক দিল সরকার। ২০০ টাকা ভর্তুকি পাওয়া যাচ্ছিল এতদিন। এবার এই প্রকল্পে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো আরও ২০০, অর্থাৎ মোট ৪০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে এই যোজনায়।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে জানান, মাননীয় প্রধামন্ত্রী ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত দেশের সকল ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য। এটা দেশের মহিলাদেরকে রাখি পূর্ণিমা উপলক্ষ্যে তাঁর দেওয়া উপহার।’ তিনি আরও বলেন, রাখী আর ওনম উপলক্ষ্যে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ৭৫ লক্ষ মহিলাকে উজ্বলা যোজনার আওতায় নিয়ে আসার। এই যোজনায় মহিলাদের গ্যাস বার্ণার, প্রথমবারের সিলিন্ডার এবং গ্যাস পাইপ দেওয়া হবে বিনামূল্যে।
কলকাতায় বর্তমানে গ্যাসের দাম ১১২৯ টাকা। ২০০ টাকা ভর্তুকির পর পরিবর্তিত দাম হবে ৯২৯। উল্লেখ্য, বর্তমানে দেশ জুড়ে প্রায় ১০ লক্ষ পরিবার রয়েছে উজ্জ্বলা যোজনার আওতায়। লোকসভার আগে কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বস্তি দিতে চলেছে দেশের মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারগুলিকে। অন্যদিকে ভোঁতা করতে চলেছে বিরোধীদের গ্যাসের দাম বৃদ্ধির শান দেওয়া পত্রটিকেও।