নিউজ ডেস্ক: এ যেন তীরে এসে তরী ডোবার মতো অবস্থা। তোষাখানা মামলায় জামিন পেয়েও রেহাই পেলেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ফের গ্রেফতার করা হল তাঁকে। সরকারি গোপন আইনের অধীনে তাঁকে গ্রেফতার করা হল সাইফার মামলায়। ৩০ অগাস্ট অর্থাৎ বুধবার আদালতে তোলা হবে ইমরানকে।
মঙ্গলবার তোষাখান মামলায় ইমরানের শাস্তির উপর স্থগিতাদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। শুধু তাই নয়, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে জামিনে মুক্তি দেওয়ারও নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই রায়ের কিছুক্ষণের মধ্যেই সাইফার মামলায় গ্রেফতার করা হল তাঁকে।
প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্যে দায়ী মার্কিন প্রশাসন। এই অভিযোগ তুলে প্রমাণ হিসাবে কিছু সরকারি নথি জনসমক্ষে প্রকাশ করেন ইমরান। এরপরই সরকারি গোপন আইনের আওতায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(PTI) প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ করা হয়, তিনি যা দেখিয়েছিলেন তা গোপন খবরের সাংকেতিক রূপ। তবে তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেন ইমরান।